নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত থাকবে না। এর জন্য সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করতে যাচ্ছে। নতুন ব্যবস্থা অনুযায়ী শুধু বৈধভাবে আমদানি করা, অনুমোদিত ও মানসম্মত মোবাইল ফোনই নেটওয়ার্কে কাজ করবে।
বিটিআরসি’র লক্ষ্য:
- অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার কমানো।
- প্রতিবছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি রোধ।
- ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ।
নতুন মোবাইল ফোন কেনার আগে করণীয়
- ফোন কিনে রশিদ সংরক্ষণ করুন।
- বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর-এ নিবন্ধিত হবে।
মোবাইল ফোন বৈধ কিনা যাচাই করতে:
- মেসেজে লিখুন:
KYD<space>15-ডিজিটের আইএমইআই নম্বর (উদা: KYD 123456789012345)
- পাঠান ১৬০০২ নম্বরে।
- ফিরতি বার্তা থেকে বৈধতা জানতে পারবেন।
বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধন
- প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে।
- ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে।
- ধাপসমূহ:
- neir.btrc.gov.bd-এ অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
- ‘Special Registration’ সেকশনে আইএমইআই নম্বর দিন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট (পাসপোর্ট, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন।
- বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; অন্যথায় নেটওয়ার্কে বিচ্ছিন্ন।
ডি-রেজিস্ট্রেশন (হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তর):
- সিটিজেন পোর্টাল, এমএনও পোর্টাল, মোবাইল অ্যাপ বা USSD (*১৬১৬১#) ব্যবহার করে করা যাবে।
- হ্যান্ডসেটে ব্যবহৃত সিম অবশ্যই নিজের এনআইডিতে নিবন্ধিত হতে হবে।
চুরি বা হারানো হ্যান্ডসেট ব্লক করা
- সিটিজেন পোর্টাল, মোবাইল অ্যাপ বা অপারেটরের কাস্টমার কেয়ার থেকে যেকোনো সময়ে লক বা আনলক করা যাবে।
- ইন্টারনেট নেই এমন গ্রাহকরা USSD চ্যানেল বা কাস্টমার কেয়ার ব্যবহার করতে পারবেন।