October 27, 2025, 10:12 am
Headline :
জায়েদ খানের বিয়ের গুঞ্জন: সত্যি নাকি শুধু আলোচনার বিষয়? আর্জেন্টিনার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বিপুল জয় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক

এ মাসেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্তের ইঙ্গিত বিএনপির: সালাহউদ্দিন

এ মাসেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্তের ইঙ্গিত বিএনপির: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক,

চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “এনসিপির সঙ্গে আমাদের রাজনৈতিক আলোচনা চলছে। তবে বিএনপি ও এনসিপি আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে কিছুটা অপেক্ষা করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ জানান, ছোট দলগুলোকে নিয়ে জোট গঠনের বিষয়ে বিএনপির আগ্রহ থাকলেও সম্প্রতি আরপিও পাসের ধারা জোটবদ্ধ রাজনীতিকে কিছুটা নিরুৎসাহিত করেছে।

“জোটভুক্ত হলে দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এই কাঠামোয় অধিকাংশ দলের সম্মতি ছিল। কিন্তু নতুনভাবে আরপিও পাস হওয়ায় ছোট দলগুলো এখন জোটে আসতে কিছুটা অনীহা দেখাতে পারে,”— বলেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা আরও জানান, দলের সাংগঠনিক প্রস্তুতি প্রায় শেষের পথে।

“অক্টোবরের মধ্যেই আমরা ২০০ আসনে একক প্রার্থীর তালিকায় গ্রিন সিগন্যাল দেব। বাকি আসনগুলো পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।” সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই ঘোষণা আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে দলটির সাংগঠনিক প্রস্তুতি ও কৌশলগত অবস্থান স্পষ্ট করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page