October 27, 2025, 12:38 pm
Headline :
শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা, বেশিরভাগ বাস্তবে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা, বেশিরভাগ বাস্তবে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখন পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার আওতায় রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, “ভারতের সঙ্গে এতগুলো চুক্তি বাতিলের যে কথা চলছে, তার বেশিরভাগই বাস্তবে নেই। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত শুধু একটি চুক্তিই বাতিল করেছে— ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই’র (GRSE) সঙ্গে টাগবোট ক্রয়চুক্তি। বিষয়টি পর্যালোচনায় দেখা গেছে, এটি বাংলাদেশের জন্য লাভজনক নয়।”

ফেসবুকে এক উপদেষ্টার প্রকাশিত তালিকার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “যে তালিকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে পোস্ট করেছেন, তা সঠিক নয়। ওই তালিকার অনেক চুক্তিরই অস্তিত্ব নেই, কিছু পুরোনো এবং কিছু এখনো কেবল পর্যালোচনায় আছে।”

তিনি আরও জানান, আলোচনায় আসা বেশ কয়েকটি প্রকল্পের প্রকৃত অবস্থা ভিন্ন— ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ বা অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প নেই। আশুগঞ্জ–আগরতলা করিডর নামে কিছু নেই; যা আছে, তা হচ্ছে ‘আশুগঞ্জ নদীবন্দর–সরাইল–ধরখার–আখাউড়া স্থলবন্দর মহাসড়ক’ প্রকল্প। এর একটি প্যাকেজ বাতিল হয়েছে।

ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে কোনো প্রকল্প নেই, বরং একটি সমঝোতা স্মারক আছে, যা বাতিল হয়নি কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প বলে কিছু নেই, এটি কেবল একটি সমঝোতা স্মারক।

বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনো চুক্তি নেই। বাস্তবে ‘মংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ–ভারত পণ্য পরিবহন’ চুক্তি এখনো বলবৎ। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা বা সিলেট–শিলচর সংযোগ প্রকল্প নামে কোনো চুক্তি নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তিও হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি, বরং প্রক্রিয়া অব্যাহত আছে। আদানির সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, “গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। নবায়নের জন্য আলোচনা চলছে। তিস্তা চুক্তি নিয়ে কাজ চলমান, তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।”

এর আগে সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক ফটোকার্ড শেয়ার করেন, যেখানে দাবি করা হয়— ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে এবং বাকিগুলোও বিবেচনাধীন। তবে সরকারের আনুষ্ঠানিক বক্তব্যে বলা হয়েছে, “এখন পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল হয়েছে, বাকি বিষয়গুলো পুনর্মূল্যায়নের পর্যায়ে রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page