নিজস্ব প্রতিবেদক,
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবেশীদের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় পড়ে মাথায় আঘাত পেয়ে আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক। নিহত খালেক ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে খালেকের ছেলে আনোয়ার হোসেনের পুকুরে মাছ ধরেন তারই বোন সেলিনা আঞ্জুয়ারা। বিষয়টি নিয়ে আনোয়ার ক্ষুব্ধ হয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটি করেন।
রাত ১১টার দিকে আনোয়ার তার বন্ধুসহ প্রতিবেশী নুর ইসলাম ও সেলিনা আঞ্জুয়ারার বাড়ির উঠানে গিয়ে ঝগড়ায় জড়ান।
একপর্যায়ে বৃদ্ধ আব্দুল খালেক ঝগড়া থামাতে এগিয়ে গেলে নুর ইসলাম ও তার স্ত্রী তাকে ধাক্কা দেন।
ধাক্কায় পড়ে গিয়ে খালেকের মাথা পাশের বাঁশের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি নিয়ামুল হক বলেন, “প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মতে, বৃদ্ধ খালেক শান্ত প্রকৃতির মানুষ ছিলেন—সব সময়ই এলাকায় বিবাদ মেটাতে এগিয়ে যেতেন। কিন্তু সেই শান্তির মধ্যস্থতাই এবার হয়ে গেল তাঁর জীবনের শেষ প্রয়াস।