নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর যৌথবাহিনী মাঠে নেমেছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান শুরু হয়। এর আগে দুপুর থেকে টানা সংঘর্ষ চললেও দীর্ঘ সময় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে পূর্ব-দক্ষিণ সীমান্ত পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করে, যা ৩১ আগস্ট বিকেল ৩টা থেকে ১ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সংঘর্ষে এখন পর্যন্ত উপ-উপাচার্য, প্রক্টরসহ প্রায় ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত।
শনিবার রাতে এক ছাত্রীকে দারোয়ান মারধর করার অভিযোগ থেকে শুরু হওয়া এই উত্তেজনা রোববার সকাল থেকে ভয়াবহ আকার ধারণ করে।