নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে এলাকাজুড়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনী বা সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।
রোববার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। বিকেল সাড়ে ৩টা থেকে পরদিন বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে ১৪৪ ধারা। এ সময়ে সভা-সমাবেশ, মিছিল-মিটিং, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি লোকের একত্রিত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সংঘর্ষে এ পর্যন্ত উপ-উপাচার্যসহ প্রায় ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের অনেকে দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়েছেন।
শনিবার রাতে এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের অভিযোগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা রোববার সকাল থেকে ভয়াবহ রূপ নেয়।