নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল আলম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাহুল চন্দ জুলাই আন্দোলন দমনে সাভারে প্রশাসনের নিষ্ঠুর ভূমিকার জন্য আলোচিত ছিলেন। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন।
এদিকে রাহুল চন্দকে গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজাপুর উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারে তার নির্দেশে পুলিশ গুলিবর্ষণ করে ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়ামকে হত্যা করে। মামলায় রাহুলকে ৫ নম্বর আসামি করা হলেও তিনি এখনও সরকারি পদে রয়েছেন।
মানববন্ধনকারীরা অবিলম্বে রাহুল চন্দকে অব্যাহতি দিয়ে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী শাস্তির দাবি জানান।