লালমনিরহাট প্রতিনিধি,
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এই ঘটনা ঘটে। তবে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও রেল বিভাগ জানায়, রাজধানী ঢাকা থেকে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নামিয়ে ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি একই লাইনে স্টেশনে প্রবেশ করতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তারা বলেন, লালমনি এক্সপ্রেসে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে বুড়িমারী কমিউটার ট্রেনে যাত্রী থাকলেও তারা নিরাপদে আছেন।
দুর্ঘটনার পর থেকে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেন ঘটনাস্থলে আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ঘটনার পরপরই রেল বিভাগের উদ্ধারকারী দল লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু করেছে।
রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান বলেন, উদ্ধারকাজ চলছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।