নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে ঘটলো অবিশ্বাস্য ঘটনা। বরযাত্রীদের গাড়ি আটকিয়ে নববধূকে ছিনিয়ে নিয়ে গেছে একদল যুবক। ফলে একাই বাড়ি ফিরতে হয়েছে নববর মুরাদ বেপারীকে। ঘটনাটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় ঘটে।
স্থানীয়রা জানান, টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির গ্রামের বাসিন্দা মুরাদ বেপারীর সঙ্গে মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলার সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। প্রায় ছয় মাস আগে কাবিননামা হলেও শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে বাড়ি আনতে যান বরযাত্রীরা।
ফেরার পথে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক গাড়ির গতিরোধ করে। নিজেদের কনের আত্মীয় পরিচয় দিয়ে তারা নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। এতে মুহূর্তেই বরযাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বরপক্ষের দাবি, বিয়ের দিন খাবার নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জেরেই এমন নাটকীয় ঘটনা ঘটেছে।
এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টি আপাতত দুই পরিবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে।