স্টাফ রিপোর্টার
জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
শুক্রবার জুমার নামাজ শেষে শহরের আলফাত উদ্দিন স্কয়ার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে এবং আজিজুল হক মাসুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি জুলাই বিপ্লবে নিহত-আহতদের বিচার, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্টদের দোসরদের আইনের আওতায় আনা ও নিষিদ্ধকরণ এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিগুলো পূরণ করতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী, পৌর শাখার আমির আব্দুস ছাত্তার মামুন, সদর উপজেলা সেক্রেটারি মো. সুলেমান হক চৌধুরী ও জেলা জামায়াতের কর্মী আব্দুস শহীদ গাজী প্রমুখ।