পঞ্চগড় প্রতিনিধি:
শীতের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে এবার আগেভাগেই শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। ভোরের আকাশ ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়, বইছে উত্তরের হিমেল বাতাস। স্থানীয়রা বলছেন, শরতের ভোরেই যেন শুরু হয়ে গেছে শীতের হাতছানি।
গত কয়েকদিন ধরে জেলার তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় ভোর ৭টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। তবে দুপুরের পর সূর্যের তেজে গরম অনুভূত হলেও সন্ধ্যা ঘনাতেই আবারও ঠান্ডা আবহাওয়া ফিরে আসছে।
শীতের আগমনে নদী-খাল, ফসলের মাঠ আর গ্রামীণ পথঘাট সাদা কুয়াশায় মোড়ানো এক অন্য রূপ নিচ্ছে। ভোরের শিশির, গাছগাছালিতে জমে থাকা ফোঁটা ফোঁটা পানিকণা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। স্থানীয়দের কেউ কেউ ইতোমধ্যেই রাতে হালকা কাঁথা ব্যবহার শুরু করেছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে উত্তর দিক থেকে আসা শীতল বাতাসের কারণেই কুয়াশা বাড়ছে। তবে আকাশ পরিষ্কার হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। বর্তমানে দিনে তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতে নেমে যাচ্ছে ২৪-২৫ ডিগ্রিতে।
এদিকে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে সর্দি-জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগ বাড়ছে বলে জানিয়েছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের গরম কাপড় ব্যবহার এবং খাবারের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
শীতের এই আগাম আবহে জেলায় শুরু হয়ে গেছে মৌসুমি ব্যবসার তোড়জোড়। লেপ-তোশকের দোকানগুলোতে দেখা যাচ্ছে সরগরম প্রস্তুতি। অন্যদিকে চাষিরা আগেভাগেই শীতকালীন সবজি, গম ও আলুর চাষ শুরু করেছেন।