অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে। এর জেরে পাল্টা প্রতিক্রিয়ায় শরীয়তপুরের নড়িয়ায় তার গ্রামের বাড়িতে বিক্ষোভকারীরা ডিম নিক্ষেপ করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা মিছিল নিয়ে জাহিদের বাড়ির প্রধান ফটকে জড়ো হন। পরে তারা বাড়ির ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করেন।
রুহুল আমিন অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের নেতারা বিদেশে পালিয়ে চক্রান্ত করছে এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়া বাংলাদেশের নেতাদের ওপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এরই প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।”
তবে জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী সবুজ তালুকদার জানান, বাড়িতে কারা ডিম ছুড়েছে তা তাদের জানা নেই। তিনি বলেন, “আমরা প্রতিবাদ জানাই স্লোগান ও মিছিলের মাধ্যমে। কারও বাড়িতে হামলা করা আমাদের উদ্দেশ্য নয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারা আওয়ামী লীগ কর্মীদের ডিম নিক্ষেপ ও কটূক্তির শিকার হন। ওই ঘটনার দায়ে জাহিদ হাসানের নাম উঠে আসে।