নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে ফেলে যাওয়া বস্তা থেকে প্রায় ১০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নির্বাচনি কর্মকর্তাদের সিলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, “স্টেডিয়াম এলাকায় আমি একটি স-মিল নির্মাণ করছি। সেখানে ময়লা না ফেলার জন্য প্রচারণা চালাচ্ছিলাম। হঠাৎ একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন কয়েকটি বস্তা ফেলে যায়। সন্দেহ হলে আমরা এগিয়ে গিয়ে দেখি ভেতরে এনআইডি কার্ডে ভরা। পরে পুলিশে খবর দিই।”
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা নির্বাচন অফিসকে জানায়। পরে নির্বাচন কর্মকর্তারা এসে নিশ্চিত করেন, বস্তাগুলোতে গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত সামগ্রী থানায় জিডি করার পর নির্বাচন অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কে বা কারা এগুলো ফেলে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে।