জেডটিভি বাংলা ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ভারতে নির্বাসিত অবস্থান থেকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন,
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তাটি প্রকাশ করা হয়। বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে—বিশেষ করে বিএনপির নেতৃত্বে—এক অপূরণীয় শূন্যতা রেখে গেল।
কূটনৈতিক সূত্র জানায়, ৫ আগস্ট ছাত্র‑জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে আসা প্রথম বড় শোকবার্তা। তিনি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার কথায়,
“আমি তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা জানাই। আল্লাহর কাছে দোয়া, তারা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি পান।” রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার এই শোকবার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন লিভার, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালান; এরপর মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তিনবার প্রধানমন্ত্রী এবং দুই দফা বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন—এবং সংসদীয় রাজনীতিতে কখনো পরাজয়ের রেকর্ড ছিল না তার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজপথের আন্দোলন, কারাবরণ এবং দেশ ছেড়ে না যাওয়ার দৃঢ়তার কারণে বাংলাদেশের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে শুধু বিএনপি নয়, দেশের সামগ্রিক রাজনীতির এক শক্তিশালী অধ্যায়ের ইতি ঘটল।