স্পোর্টস ডেস্ক :
রাজশাহী ওয়ারিয়র্সের বিপিএল যাত্রা mixed: প্রথম ম্যাচ জয়, পরেরটিতে হার। দল এখন সিলেট পর্বে আরও দুটি ম্যাচ খেলবে। এই সময়ের মধ্যেই পাকিস্তানের জন্য খেলতে উড়াল দেওয়ার আগে দলের ওপেনার শাহিবজাদা ফারহান সিলেট পর্ব শেষ করে দেশে ফিরবেন।
এই শূন্যস্থান পূরণে রাজশাহী দলের সঙ্গে যুক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের মারকুটে ব্যাটার মোহাম্মদ ওয়াসিম।
ওয়াসিমের রেকর্ড: বয়স: ৩১ বছর, টি-টোয়েন্টি ম্যাচ: ১৩০টি, রান: ৪১৪০, স্ট্রাইকরেট: প্রায় ১৪৯, সেঞ্চুরি: ৩টি, হাফ সেঞ্চুরি: ২৯টি
বর্তমানে ওয়াসিম খেলছেন আইএলটি২০, যেখানে এমআই এমিরেটসের হয়ে সাকিব আল হাসানের সঙ্গে ১০ ম্যাচে ২৯৩ রান করেছেন, স্ট্রাইকরেট প্রায় ১৩২। আইএলটি২০ ফাইনাল ৪ জানুয়ারি। ফাইনাল শেষে যদি দল শিরোপার লড়াই নিশ্চিত করে, ওয়াসিম রাজশাহীতে যোগ দেবেন।
