বিনোদন ডেস্ক :
তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় ক্যারিয়ারের ৩৩ বছরে এসে অবসর ঘোষণা করলেন। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত এই তারকার বয়স এখন ৫১। দীর্ঘ অভিনয়জীবন শেষে তিনি বললেন—ভক্তদের প্রতি কৃতজ্ঞতার ঋণ শোধ করতেই এখন তাঁর নতুন যাত্রা।
মালয়েশিয়ায় ‘জানা নায়গান’ চলচ্চিত্রের গানমুক্তি অনুষ্ঠানে বিজয় জানান, এটাই তাঁর অভিনয়ের শেষ সিনেমা। সমালোচনা ও বিতর্কের মাঝে থেকেও ভক্তদের ভালোবাসাকে জীবনের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।
বিজয়ের ভাষায়, “৩৩ বছর আমি ভক্তদের ভালোবাসা পেয়েছি; আগামী ৩৩ বছর তাঁদের জন্য কাজ করে যেতে চাই।” মালয়েশিয়া থেকে দেশে ফেরার পথে চেন্নাই বিমানবন্দরে ভক্তদের চাপে পড়ে গেলো বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে ভারসাম্য হারিয়ে পড়ে যান বিজয়। নিরাপত্তাকর্মীরা দ্রুত উদ্ধার করলেও ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ক্যারিয়ারের শীর্ষে থেকেই রাজনীতিতে নাম লেখান থালাপতি। তিনি গঠন করেন তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। মাত্র কয়েক মাসে দলটি তামিলনাড়ুর রাজনীতিতে আলোচনায় আসে। চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখর—ভক্তদের কাছে পরিচিত ‘থালাপতি’, অর্থাৎ সেনাপতি নামে। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি যেমন বক্স অফিস মাতিয়েছেন, তেমনি এখন রাজনীতিতেই দিতে চান পুরো সময়।