জেডটিভি বাংলা ডেস্ক :
মধ্য পৌষে এসে সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে। রোববার (২৮ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য বাড়লেও আবহাওয়া অফিস বলছে- ৩১ ডিসেম্বর পর্যন্ত রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
রোববার বেলা ১১টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে- ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি।
বিভাগীয় শহরগুলোর মধ্যে সকালে রাজশাহী, রংপুর ও বরিশালে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি; ময়মনসিংহে ১৩ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ৮, খুলনায় ১৩ দশমিক ৮ এবং চট্টগ্রামে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা নামতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌরুট ও সড়কযোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আজ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি থাকবে প্রবল। ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৯ ডিসেম্বর তেমন পরিবর্তন হবে না। ৩০ ডিসেম্বর রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, আর নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে। সেদিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। ৩১ ডিসেম্বর রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।