ধর্ম ডেস্ক :
গত এক মাসে সৌদি আরবের দুই পবিত্র মসজিদ—মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে প্রায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি ও দর্শনার্থী ইবাদত ও জিয়ারতে অংশ নিয়েছেন। হিজরি ১৪৪৭ সালের জুমাদিউস সানি মাসে এই সংখ্যা আগের মাসের তুলনায় ২১ লাখ বেশি।
দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময় ৬ কোটি ৮৭ লাখ মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববী পরিদর্শন করেন। এর মধ্যে প্রায় ৩ কোটি মুসল্লি মসজিদুল হারামে ইবাদত করেন; কাবা শরিফসংলগ্ন মাতাফ এলাকায় নামাজ আদায় করেন ৯৪ হাজার ৭০০ জন। একই সময়ে মদিনার মসজিদে নববীতে যান ২ কোটি ৩১ লাখ মুসল্লি। রাসুলের রওজায় প্রবেশের সুযোগ পান ১৩ লাখ, আর মহানবী (সা.) ও তাঁর দুই সাহাবির কবর জিয়ারত করেন আরও ২৩ লাখ মানুষ।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র জুমাদিউস সানি মাসেই দেশি-বিদেশি মিলিয়ে ১ কোটি ১৯ লাখের বেশি মানুষ ওমরাহ পালন করেছেন। উন্নত সেবা, আধুনিক সুবিধা এবং ডিজিটাল ব্যবস্থাপনা ইবাদতকে আরও সহজ করায় ওমরাহ যাত্রীর সংখ্যা দ্রুত বাড়ছে।
পরিসংখ্যানে দেখা যায়, ওই মাসে সৌদি আরবের বাইরে থেকে অন্তত ১৭ লাখের বেশি মানুষ ওমরাহ পালনে এসেছেন। সমন্বিত লজিস্টিক ও ডিজিটাল সেবার কারণে আগমন প্রক্রিয়া সহজ হওয়ায় এই বৃদ্ধি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, মুসল্লিদের এই বাড়তি অংশগ্রহণ ভিশন-২০৩০ কর্মপরিকল্পনার অংশ। হজ, ওমরাহ ও জিয়ারতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল ব্যবস্থাপনায় ধারাবাহিক সংস্কার চলছে।