January 11, 2026, 3:31 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ইয়ামাল-নিকোলের প্রেমে ইতি: আড়ালে নতুন সম্পর্কের গুঞ্জন

ইয়ামাল-নিকোলের প্রেমে ইতি: আড়ালে নতুন সম্পর্কের গুঞ্জন

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের প্রেম ভাঙার খবর এখন ফুটবল–বিনোদন দুই দুনিয়ারই আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র তিন মাসের সম্পর্কের ইতি টেনেছেন তারা—এমন তথ্য নিশ্চিত করেছেন স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োস।

হোয়োসের দাবি, ইয়ামাল নিজেই তার সঙ্গে যোগাযোগ করে বিচ্ছেদের কথা জানিয়েছেন। তিনি বলেন, লামিনে ইয়ামাল আমাকে বলেছেন, নিকির সঙ্গে সম্পর্ক ভেঙেছে। তবে এটি কোনো প্রতারণা বা অবিশ্বাসের কারণে নয়—আমরা স্বাভাবিকভাবেই আলাদা হয়েছি।

অবশ্য ইয়ামালের বিরুদ্ধে ওঠা প্রেমে প্রতারণার অভিযোগ তিনি অস্বীকার করেছেন বলেও জানান হোয়োস। বিষয়টি স্পষ্ট করতে বার্সা তারকা নিজেই নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন। সাংবাদিক জাভি হোয়োস বলেন, ‘নিকি নিকোলের সঙ্গে প্রেম ভাঙার কথা লামিনে ইয়ামাল আমাকে জানিয়েছেন। বিষয়টি সাম্প্রতিক কিছু নয়। এমনকি সম্পর্কে প্রতারণা বা অবিশ্বাস জন্মানোর মতো কোনো বিষয়ও সত্য নয়।’

মূলত বিপত্তির শুরুটা হয় লামিনে ইয়ামালের সম্প্রতি ইতালির মিলানে ভ্রমণকে কেন্দ্র করে। এক স্প্যানিম ট্যাবলয়েড পত্রিকার তথ্যমতে– মিলানে অল্প সময়ের ভ্রমণে ইতালিয়ান ইনফ্লুয়েন্সার আনা গেগনোসোর সঙ্গে ইয়ামালকে দেখা গেছে। প্রাইভেট জেটে করা ওই ভ্রমণে তার সঙ্গে কাজিন, বন্ধু-বান্ধবরা ছিলেন। সেখানে থাকা ইয়ামালের বন্ধু সোহাইব নামে একজন একটি ক্লিপ শেয়ার করেছেন, যার সঙ্গে আরমানি হোটেলে গেগনোসোর দেওয়া এক ভিডিও’র মিল রয়েছে বলে গুঞ্জন রয়েছে। এরপরই নিকোলের সঙ্গে ইয়ামাল প্রতারণা করছেন বলে অভিযোগ তোলে একটি অংশ।

সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ইয়ামাল সংবাদমাধ্যম ‘আরটিভিই’র এক অনুষ্ঠানে জাভি হোয়োসকে বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো প্রতারণার সংশ্লিষ্টতাও নেই এর সঙ্গে। আমরা স্বাভাবিকভাবেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছি। আমাদের সম্পর্ককে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছড়ানো তথ্য সঠিক নয়। আমি বিশ্বাস ভঙ্গের মতো কিছু করিনি অথবা অন্য কারও সঙ্গেও সম্পর্কে নেই।’ এমনকি মিলান ভ্রমণের আগেই ইয়ামাল-নিকোলের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলেও দাবি স্প্যানিশ তারকার।

অন্যদিকে, নিকি নিকোল বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তিনি ইতিমধ্যেই তার ইনস্টাগ্রাম থেকে ইয়ামালের সঙ্গে থাকা ছবি সরিয়ে দিয়েছেন। ইয়ামালও ইনস্টাগ্রামে দিয়েছেন দুটি ইঙ্গিতপূর্ণ স্টোরি—একটিতে বিষণ্ণ মুখে নিজের ছবি, আরেকটিতে হাস্যোজ্জ্বল ভঙ্গি।

ইয়ামালের জন্য এর চেয়েও বড় দুশ্চিন্তার বিষয় তার চোট। যে কারণে বার্সেলোনার আসন্ন ম্যাচে তিনি খেলতে পারবেন না বলেও ধারণা করা হচ্ছে। শিষ্যকে নিয়ে কাতালান ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, ‘সে ভালো আছে। কিছুদিন ধরে তার কিছু ব্যথা আছে, কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে, এটাই গুরুত্বপূর্ণ। আমি লামিনের সঙ্গে কথা বলেছি। সবসময়ই তাকে রক্ষা এবং সহায়তার জন্য আমি প্রস্তুত আছি। সে তরুণ এবং দারুণ একজন…আমরা একসঙ্গে এটি চালিয়ে যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *