January 8, 2026, 2:13 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত

ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত

নিজস্ব প্রতিবেদক:

পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাড়া জাগানো প্রতিবেদন লিখে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫’ পেয়েছেন দৈনিক ভোরের পাতা পত্রিকার অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রতিবেদক খান শান্ত।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “বর্তমান সময়ে বেশিরভাগ পাঠক ও দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। এই পরিবর্তনশীল সময়ে যারা দ্রুত ও সঠিকভাবে তথ্য পৌঁছে দিচ্ছেন, তাদের আমরা সম্মানিত করছি।

দীর্ঘদিন ধরে খান শান্ত যমুনা টেলিভিশন, আনন্দ টেলিভিশনসহ দেশের মূলধারার গণমাধ্যমে অপরাধ, সেবা ও সিটি করপোরেশন বিটে প্রতিবেদক ও চিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন। তার বেশ কিছু প্রতিবেদন মানুষের মনোযোগ আকর্ষণ করেছে- বিশেষ করে পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদনটি ব্যাপক সাড়া ফেলে এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে।

খান শান্ত জানান, সাংবাদিকতা আমার জীবনের অন্যতম লক্ষ্য। সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমার কাজের উদ্দেশ্য।

এই বছরের ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়—সেরা প্রতিবেদক, সেরা ফিচার নিউজ, সেরা ভিডিও রিপোর্টার এবং সেরা অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে পুরস্কৃতদের মধ্যে খান শান্ত অন্যতম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর, যারা যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে খান শান্ত আরও বলেন, এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে দায়িত্বশীল সাংবাদিকতা করার পথে।

দেশের মিডিয়া অঙ্গনে আশা করা হচ্ছে, খান শান্ত ভবিষ্যতে আরও গভীর ও প্রভাববিস্তারী সাংবাদিকতা করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *