January 10, 2026, 7:52 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ববি বললেন, ‘কল রেকর্ড ফাঁস? সব জোড়াতালি’

ববি বললেন, ‘কল রেকর্ড ফাঁস? সব জোড়াতালি’

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি দীর্ঘদিন ধরে সিনেমা ও ব্যক্তিগত খবর থেকে দূরে ছিলেন। কিন্তু চলতি মাসে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জন ঘিরে আবার আলোচনায় চলে আসেন তিনি।

প্রযোজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ববি নতুন করে ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়েছে। এ প্রেক্ষিতে ফাঁস হয় এক কল রেকর্ড, যা নতুন বিতর্কের জন্ম দেয়।

প্রায় তিন মিনিটের অডিওতে ববি ও বাশারের মধ্যে কথোপকথন শোনা যায়, যেখানে প্রেম, অভিযোগ ও মনোমালিন্যের ছোঁয়া আছে। ববি বলেন, ‘তোমার কাছে আমি সবসময় প্রয়োজন, কিন্তু প্রিয়জন নই।’ উত্তরে বাশার বলেন, ‘পল্টি মারি ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে মারি নাই।’

অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়। তবে ববি নিজে দাবি করেছেন, “এই অডিও পুরনো, জোড়াতালি দেওয়া হয়েছে। কথাগুলো দুই-তিন বছরের পুরনো, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এগুলো প্রকাশ করেছে।”

বর্তমানে ববি জানিয়েছেন, তার সম্পর্ক মির্জা আবুল বাশারের সঙ্গে স্বাভাবিক রয়েছে। তবে কল রেকর্ড ফাঁসের পেছনে কার হাত রয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *