January 10, 2026, 7:53 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

আফগানদের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

 স্পোর্টস ডেস্ক :

মুখোমুখি দেখা, সাম্প্রতিক পারফর্ম কিংবা শক্তিমত্তা—সব বিভাগে আফগানিস্তানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। তবে এ বছরের ওয়ানডের পরিসংখ্যান অবশ্য ভিন্ন কথা বলছে। ৬ ম্যাচের একটিতে মাত্র জিতেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে সবশেষ সিরিজও খোয়া গেছে। তাই সতর্ক মেহেদী হাসান মিরাজের দল।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ আবুধাবিতে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির ম্যাচ। আগের সিরিজ জেতায় ফুরফুরে মেজাজে টাইগাররা। ছোট ফরম্যাটে হোয়াইটওয়াশের বদলা পঞ্চাশ ওভারের সিরিজে নিতে মরিয়া আফগানিস্তান।

ওয়ানডেতে তাই সেরা দল নিয়েই নামবে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ছন্দে আছেন। ওপেনিংয়ে অভিষেক হয়ে যেতে পারে সাইফ হাসানের। টি-টোয়েন্টি দলে না থাকা ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন এবার দৃশ্যপটে। মিডলঅর্ডারে তাওহিদ হৃদয়, শামমি হোসেন, জাকের আলী ও নুরুল হাসানের মধ্যে একজন একাদশের বাইরে থাকবেন।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বাংলাদেশ আজ তিন স্পিনার খেলালে সুযোগ পাবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। তিন পেসার খেলালে বাদ পড়তে পারেন রিশাদ। 

আবুধাবিতে শেষ পাঁচটি ডে-নাইট ওয়ানডের চারটিতেই জিতেছে আগে ব্যাট করা দল। বাংলাদেশের মতো আফগানিস্তানও তাই ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার আজমতউল্লাহ গুরবাজ। বোলিংয়ে ভরসা দুই অভিজ্ঞ স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবী। বাকিরা নতুন। প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নামছে আফগানরা। এটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দিতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান/মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি/নুরুল হাসান, শামীম হেসেন, রিশাদ হোসেন/তানজিম হাসান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *