নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। টানা আড়াই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ গুদাম থেকে ধোঁয়া উড়তে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের গাজীপুর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, স্থানীয়দের জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোনের ভিত্তিতেই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ১০টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।