January 8, 2026, 2:14 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

কোমরব্যথা থেকে রক্ষা পেতে যেসব ভুল এড়াতে হবে

কোমরব্যথা থেকে রক্ষা পেতে যেসব ভুল এড়াতে হবে

লাইফস্টাইল ডেস্ক,

প্রতিদিনের ব্যস্ত জীবনে অনেকেই হালকা কোমরব্যথাকে গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, অবহেলা করলে তা বড় ধরনের জটিলতায় রূপ নিতে পারে। বিশেষ করে লোয়ার ব্যাক পেইন অনেক সময় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হিসাব অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ৬১৯ মিলিয়ন মানুষ কোমরব্যথায় ভুগছেন। ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৮৪৩ মিলিয়নে।

বিশেষজ্ঞদের মতে, কিছু অভ্যাস পরিবর্তন করলে এ ব্যথার ঝুঁকি অনেকটাই কমানো যায়। যেমন—

পা গুটিয়ে বা কুঁজো হয়ে বসা এড়িয়ে চলা: এতে মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বাঁক নেয় এবং ডিস্ক হেরনিয়েশনের আশঙ্কা বাড়ে।

মোটরবাইক বা স্কুটার চালানো কমানো: দীর্ঘ সময় বাইক চালালে মেরুদণ্ডে বাড়তি চাপ পড়ে, ফলে ডিস্ক স্লিপ হতে পারে।

ভারী জিনিস তুলতে গিয়ে বারবার সামনে ঝুঁকে পড়া এড়িয়ে চলা: এতে কোমরের নিচের অংশে মারাত্মক ব্যথা দেখা দিতে পারে।

চিকিৎসকরা বলছেন, সঠিক ভঙ্গিতে বসা, অতিরিক্ত চাপ এড়িয়ে চলা এবং নিয়মিত হালকা ব্যায়ামই কোমরব্যথা নিয়ন্ত্রণে রাখার কার্যকর উপায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *