নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পেট্রোবাংলার তেলের পাইপ লাইন লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাছ ধরতে যাওয়া এক বাবা ও তার ছেলে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দগ্ধরা হলেন ওই এলাকার বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল থেকেই পাইপ লাইন থেকে তেল লিক হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর হঠাৎ তাতে আগুন ধরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
তেলের লিকেজ থেকে পাশের একটি ছড়ায় তেল জমে গেলে মাছ ভেসে ওঠে। মাছ ধরতে গিয়ে আগুনের কবলে পড়ে গুরুতর দগ্ধ হন বাবা-ছেলে। স্থানীয়রা প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সোলেমান আহমেদ জানান, দ্রুত সংবাদ পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
শ্রীমঙ্গলের ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পেট্রোবাংলা ও সেভরন কোম্পানির বিশেষজ্ঞ দল যৌথভাবে তদন্ত করে দেখবে কীভাবে লিকেজ হয়েছে এবং কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।