নিজস্ব প্রতিবেদক
খুলনার মুজগুন্নি এলাকায় সরকারি জমি উচ্ছেদ অভিযানকে ঘিরে তীব্র সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ। রবিবার সকাল থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।
সকাল ৯টার দিকে গৃহায়ণ কর্তৃপক্ষ জমি উচ্ছেদে অভিযান শুরু করলে প্রতিরোধে নামেন দুই শতাধিক পরিবার। টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে তারা উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান নেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইটপাটকেল নিক্ষেপে পুলিশ পিছু হটে যায়। পরে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

সংঘর্ষের সময় ক্ষুব্ধ জনতা একটি বুলডোজার ভাঙচুর করে। এ ঘটনায় বুলডোজার চালকসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়দের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ পুলিশ এসে তাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের দাবি, তারা কেবল উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছিলেন।
আহত স্থানীয়দের মধ্যে অন্তত ৭০ থেকে ৮০ জন নারী-পুরুষ রয়েছেন বলে দাবি বাসিন্দাদের। অনেককে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

উচ্ছেদকে কেন্দ্র করে জমির মালিকানা নিয়ে পুরোনো জটিলতার বিষয়ও সামনে এসেছে। জানা গেছে, ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ লটারির মাধ্যমে ৪২ জনকে এ জমি বরাদ্দ দিয়েছিল। কিন্তু দীর্ঘ তিন দশক পরও তারা জমি বুঝে পাননি। এরই মধ্যে ভূমিহীন পরিবারগুলো সেখানে বসতি গড়ে তোলে।

সংঘর্ষের পর আপাতত অভিযান স্থগিত করা হলেও এলাকায় এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া তারা উচ্ছেদ মেনে নেবেন না।