নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে কুকুর দিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায়। এ ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তাঁকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে যুবক মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার শাকতলা কার্যালয়ের ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
তিনি বলেন, একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
র্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম নিশ্চিত করেছেন, শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিবকে গ্রেপ্তার করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, শুক্রবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের র্যাব জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।