স্টাফ রিপোর্টার
বানিয়াদি একাদশ বনাম মুড়াপাড়া স্বেচ্ছাসেবক দল একাদশ, বানিয়াদী এলাইট জুট মিসল, বালুর মাঠ এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেন।
আজ রোববার (৩ আগস্ট) বানিয়াদী একাদশ টুনাম, স্বেচ্ছাসেবক দল একাদশ টুর্নামেন্টেরে কাছে ২ও ৩ গলে পরাজিত হন বানিযাদী একাদশ টুর্নামেন্ট, স্বেচ্ছাসেবক দল টুর্নামেন্ট তিন গোলে বিজয়ী হন, খেলা শেষে বিজয়ীদের হাতে কাপ তুলে দেন প্রধান অতিথি মো. নাছির উদ্দিন নাছির, সাবেক আহবায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাহাবুব রহমান মাহাবুব, আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। প্রধান মেহমান, এডভোকেট আবুল কালাম আজাদ, (জাকির) পিপি নারায়ণগঞ্জ জেলা জজ কোট।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, মো রমজান আলী, সাবেক প্রচার সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি।
প্রধান মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান পারভেজ, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি,। মো. কাজী কামরুল ইসলাম কামাল, সভাপতি রূপগঞ্জ থানা জিয়া পরিষদ। মো আল-আমিন মিয়া, সাংবাদিক রূপগঞ্জ প্রেসক্ল,।
অনুষ্ঠানের সভাপতি তো করেন, নাঈম মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল । উদ্বোধক মো আলী আহেমেদ, সদস্য সচিব রূপগঞ্জ থানা। সঞ্চালনায় ছিলেন, মো. দেলয়ার হোসেন প্রদান, স্বেচ্ছাসেবক দল মুড়াপাড়া ইউনিয়ন, উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন ১নং উয়াট বিএনপি, আক্তার হোসেন, মো আলমগীর স্বেচ্ছাসেবক দল নেতা, মুড়াপাড়া ১নং ওয়াট।
উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী। এই সময় প্রধান বক্তা নাসির উদ্দিন নাসির বলেন, খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে, এই স্লোগান দিয়েই সমাপ্ত করেন খেলার।