August 2, 2025, 11:11 am
Headline :

ইসরায়েলি হামলায় ৮৩ জন ফিলিস্তিনি নিহত, আহত ২৭০

ইসরায়েলি হামলায় ৮৩ জন ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক,

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া শুধু শুক্রবারই খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি হামলায় আরো অন্তত ২৭০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, এই নিহতদের মধ্যে ৩৬ জনই খাদ্য সহায়তা সংগ্রহের সময় হামলার শিকার হন।

সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৮৩ জনে।

এদিকে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৮৯ জনই শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page