October 28, 2025, 4:54 am
Headline :
গুলিতে স্বপ্নভঙ্গ: পাইলট হওয়ার আশা এখন হুইলচেয়ারে বন্দি শিশু মুসা নিজেই অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ অনুমতি ছাড়াই বিচারক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে দুদক ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে খেলতে চান মেসি চট্টগ্রামে লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন, চাপা পড়ে নিহত ১ বাংলাদেশ উপকূলে বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত পুলিশ হেফাজতে টঙ্গীর সেই খতিব, ‘নিখোঁজ নাটকের’ পেছনের আসল ঘটনার স্বীকারোক্তি জার্মানিতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব: পাঁচ লাখ হাঁস-মুরগি নিধন চট্টগ্রামে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত দুজনের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল

হাসিনার জন্মদিনে কেক কাটায় যুবলীগের ৩ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বুড়িচং থানার ওসি আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তারা তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে বিশেষ অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা, স্লোগান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর রাতেই পুলিশ তৎপর হয়ে ওঠে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যুবলীগের তিন নেতাকে আটক করে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page