সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে বিএনপির ঘোষিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনসাধারণের হাতে তুলে দেন স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন। এর আগে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু হয়।
এসময় মো: কামাল হোসেন বলেন, জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারে নেমেছি। ৬নং ওয়ার্ডের বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে রয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরশাদ গাজী, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।