রাজশাহী প্রতিনিধি
সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রবণতা বন্ধে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জাতীয় ও স্থানীয় নানা সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইমদাদুল হক বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হুমকি ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তিনি মেডিয়া ও অনুসন্ধান প্রতিবেদনের জন্য দায়িত্বশীলতার সঙ্গে কর্তৃপক্ষের সুরক্ষা নিশ্চিত করতে বলেন। ইমদাদুল হক অভিযোগ করেন, গোদাগাড়ির মানিকচর ও কোদালকাটি এলাকায় মাদক ব্যবসায় একটি সম্রাজ্য গড়ে উঠেছে; এই সংক্রান্ত অনুসন্ধানাত্মক কাজের কারণে তার ওপর প্রাণনাশের হুমকি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তিনি ও তার টিম।
সাংবাদিক মাসুদ রানা বলেন, “সাংবাদিকরা ভয়ে সত্য প্রকাশ করতে না পারলে দুর্নীতি, মাদক ও অপরাধ উন্মোচিত হবে না — তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জনগণের অধিকার সংরক্ষণ করা।” তিনি আরো বলেন, গোদাগাড়ীর মাদক সম্রাট সেন্টু মেম্বার, কোটিপতি রুহুল ও আরও ছয়জন মিলে স্থানীয় মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে অংশ নেওয়া অনেকে সরকারের কাছে দাবি জানান—অবিলম্বে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ করা, হামলা-প্ররোচনায় যুক্ত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আনন্দ টিভির সাংবাদিক মমিন ওয়াহিদ হিরো হুঁশিয়ারি দিয়েছেন, যদি সাংবাদিকদের ওপর হয়রানি বন্ধ না করা হয় তাহলে দেশের অন্যান্য অঞ্চলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হবে।
রিপোর্টে বলা হয়েছে, মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ছড়িয়ে পড়েন এবং কর্তৃপক্ষকে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।